ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বিয়ের পরই নেটিজেনদের একাংশের সমালোচনা ও কটাক্ষের শিকার হচ্ছেন নব্য দম্পতি। কেউ বলছেন, পরমব্রতের পরকীয়ার কারণে সংসার ভেঙেছিল অনুপমের। কেউ মন্তব্য করেছেন, পরমব্রত ‘বউ চোর’।
নেটিজেনদের এসব কটাক্ষে শুরু থেকেই চুপ ছিলেন অভিনেতা পরমব্রত। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।
পরমব্রত বলেন, ‘বিয়ের পর অদ্ভুত এক সিচুয়েশনের মধ্যে রয়েছি, যা বলে বোঝানো যাবে না। একদিকে আমাদের বিবাহিত জীবনে সুখী হওয়ার শুভেচ্ছা আসছে, অন্যদিকে বয়ে গেছে ট্রলের বন্যা। বিভিন্ন ধরনের, নানা রকমের ট্রলিং। কী করব, কী বলব, বুঝে উঠতে পারছি না। কারণ আমি ট্রলিং ফলো করি না। সেই সময়ও আমার নেই।’
অভিনেতা আরও বলেন, ‘কাছের মানুষ ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে ট্রলিংয়ের বিষয় শুনতে পাচ্ছি। অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেটা বলে বোঝাতে পারব না। অনেক প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম এক সপ্তাহ শুভেচ্ছা ও ট্রলিংয়ের ব্যালেন্স সামলাতেই চলে যায়। তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো সময় কাটিয়েছি; মাত্র দেশে ফিরেছি। আমি সবকিছুই খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।’
পরমব্রত আরও বলেন, ‘এই পুরো বিষয়ে যে কটা নাম জড়িয়েছে অনুপম, ইকা বা পিয়া তারা সবাই আমার আপনজন। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাই সেই সম্মান বজায় রাখাটা বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুর জন্যই ভীষণ জরুরি। তবে সম্পর্কে সম্মান থাকা প্রয়োজন। একে অন্যকে ভালোবেসে ঘর বাঁধা নিয়ে কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না।
উল্লেখ্য, গায়িকা ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। কিন্তু সংসার টেকেনি।
২০২১ সালের ১১ নভেম্বর এক এক্স বার্তায় বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন অনুপম। এই ছাড়াছাড়ি নিয়ে নানা প্রশ্ন তোলেন নেটিজেনরা। তখন টালিউডে গুঞ্জন চাউর হয়, অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিয়া, সে কারণেই ভেঙেছে অনুপমের সংসার। পরমব্রত অবশ্য সম্পর্কের কথা স্বীকার করেননি তখন। জানিয়েছিলেন, তারা ভালো বন্ধুমাত্র।
অন্যদিকে করোনার সময় ভেঙে গিয়েছিল পরমব্রত ও তার বান্ধবী ইকার সম্পর্ক। এরপর থেকেই পিয়ার সঙ্গে নাম জড়াতে থাকে এই অভিনেতার। শেষমেশ গুঞ্জনকে সত্যি করে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া।
মন্তব্য করুন