টালিউড সুপারস্টার দেব। ২০২৪ সালে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘খাদান’। এরপরই আয়ের দিক থেকে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে। যেই ধারাবাহিকতায় টালিউড বক্স অফিস থেকে সিনেমাটি আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে। দেব নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। প্রজাপতির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেছে ‘খাদান’।
ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের একটি রিপোর্টে দেখা যায় খাদান ছবির হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাগ বসিয়েছেন। এর আগে এই নায়কের ‘প্রজাপতি’ ছবিটির লাইফটাইম কালেকশন ছিল ১৪ কোটি রুপি। মাত্র ১৭ দিনেই ‘খাদান’ সেই আয় ছুঁয়ে ফেলেছে। এ ছাড়া দেবের ‘আমাজন অভিযান’ টালিউডের আয় করা বাংলা ছবি। যার মোট আয় ৪৮ কোটি ৬৩ লাখ রুপি, ‘চাঁদের পাহাড়’ যার আয় ২২ কোটি ৫০ লাখ এবং তৃতীয় স্থানে আছে বহুরূপী যার আয় ২০ কোটি ২৫ লাখ রুপি। ফলে সর্বোচ্চ ব্যবসা করা ছবির প্রথম তিনটির দুটোই দেবের ছবি।
সুজিত রিনো দত্তের পরিচালনায় সিনেমাটিতে দেব ছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, স্নেহা বসু ও অনির্বাণ চক্রবর্তীর মতো তারকা। সিনেমাটি নির্মাণে খরচ হয় ৬ কোটি রুপি।
মন্তব্য করুন