টালিউডের জনপ্রিয় দম্পতির তলিকায় যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত ছিলেন ওপরের দিকে। তাদের সংসার জীবন ছিল ২০ বছরেরও বেশি সময়ের। ইন্ডাস্ট্রির অনেকেই তাদের আইডল মানতেন। কিন্তু চলতি বছর হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। যার নেপথ্যে ছিল তৃতীয় ব্যক্তি। এরপর থেকেই দুই মেয়েদের নিয়ে নীলাঞ্জনা থাকেন আলাদা। যার জন্য বিবাহের পর এবারই প্রথম যিশুকে ছাড়া মেয়েদের নিয়ে নীলাঞ্জনার দুর্গাপূজার উৎসব হচ্ছে।
এদিকে অনেক আগেই যিশু নিজের বাড়ি ছেড়েছেন। থাকছেন আলাদা। রাখছেন না পরিবারের সঙ্গে যোগাযোগও। এর মাঝেই ভারতীয় গণমাধ্যমরে বরাতে জানাগেছে দুই মেয়েকে নিয়ে দুর্গাপূজার উৎসব করতে মুম্বাইয়ে গেছেন নীলাঞ্জনা। সঙ্গে রয়েছে তার বোন চন্দনা। তাদের দেখা গছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা অর্জুন বিজলানির বাড়িতে। যেই ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করে পূজার শুভেচ্ছাও জানিয়েছেন নীলাঞ্জনা।
এই অভিনেতার বাড়িতে বিয়ের পর প্রতিবছরই যিশু ও নীলাঞ্জনা উৎসব করতে গিয়ে থাকেনে। তবে এবার নীলাঞ্জনা যিশুকে ছেড়ে দুই মেয়েকে নিয়ে একাই উৎসব পালনে সেখানে উপস্থিত হলেন।
মন্তব্য করুন