আর জি কর ঘটনায় তিন সপ্তাহ পার হয়ে গেছে। নির্যাতিতা তরুণীর খুন ও ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে শহরটির রাজপথ প্রতিদিনই আন্দোলনে নামছে সাধারণ জনগণ। বসে নেই টালিউড তারকারও। এবারে আন্দোলনে আগত অভিনেত্রীদের সঙ্গে ঘটে গেলো অনাকাঙ্খিত ঘটনা।
চিকিৎসক তরুণীর জন্য বিচার চেয়ে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। সন্ধ্যায় সেখানে চলে অবস্থান বিক্ষোভ ও স্লোগান। এরপর রাত দখলের সিদ্ধান্ত হয়। যেখানে অংশ নেবেন সোহিনী ও স্বস্তিকারা। এরপরই তাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করে এক যুবক। যে মদ্যপান অবস্থায় ছিলেন। অভিনেত্রী ও সাধারণ নারীদের সঙ্গে করতে থাকেন দুর্ব্যবহার। তার আচরণ সন্দেহজনক মনে হলে কিছু আন্দোলনরত পুরুষ সদস্যরা তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।
এ নিয়ে তৎক্ষণাৎ অভিনেত্রীদের মধ্যে বিব্রত অবস্থা তৈরি হয়। তবে এরপরও রাত দখল কর্মসূচিতে ভোর ৪টা পর্যন্ত উপস্থিত ছিলেন
স্বস্তিকা মুখার্জি, বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, রাতাশ্রী দত্তসহ আরও অনেকে।
মন্তব্য করুন