টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বয়স ৫২ ছুঁয়েছে তার। নিজের জন্মদিন কিছুটা নিরিবিলিতে কাটাতে ভারতের উত্তরবঙ্গ ভ্রমণে গেছেন অভিনেত্রী। সেখানে গিয়েই হাফপ্যান্ট পরে ছবি তুললেন শ্রীলেখা। এতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।
সম্প্রতি অনেকটা নীরবেই কলকাতা ছেড়েছেন শ্রীলেখা। তবে তার ফেসবুক পোস্ট থেকে শহর ছাড়ার আঁচ পেয়েছিলেন ভক্তরা। গত ৩০ আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। এই বিশেষ দিনটি একান্তে কাটাতে পাহাড়ের কোলে ভ্রমণে গেছেন শ্রীলেখা। নিজের মতো করে বেড়িয়েছেন উত্তরবঙ্গের মনোরম এলাকাগুলো। সেখানেই নিজের ৫২ বছর পূর্তি উদযাপন করলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, এ বছরের জন্মদিনে তার নিজেকে দেওয়া উপহার হলো এই ট্রিপ।
পাহাড়ি পথে ডেনিম হট প্যান্ট ও কালো টি-শার্টে দেখা গেছে শ্রীলেখাকে। উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্য ফুটে উঠেছে অভিনেত্রীর পোস্টে। তার কথায়, দুদিনেই উত্তরবঙ্গের সৌন্দর্যের মায়ায় পড়ে গেছেন তিনি।
শ্রীলেখার এই আনন্দকে কটাক্ষ করতে ছাড়েনি নেটপাড়ার একাংশ। একজন মন্তব্য করেছেন, মদ খেয়ে মাতাল হয়ে ফটোশুট করছে ম্যাডাম। তাতেই চটেছেন শ্রীলেখা। নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন তিনি। লিখেছেন, তুমিও একজন রেপিস্ট মনে হচ্ছে ভাই, যে মেয়েদের এরকম কথা বলার সাহস পেলে? তোমার মতো পুরুষ মানুষ আছে বলেই মেয়েরা ভিক্টিমাইজড হয়। শুধরে যা বাছা কোনো দিদি বাঁচাবে না।
মন্তব্য করুন