সংগীতশিল্পী সাগর দেওয়ান। ছোটবেলা থেকেই বাউল গানের সঙ্গে যুক্ত আছেন তিনি। আধুনিক ক্লাসিক সংগীতের ওপরও ভালোবাসা রয়েছে তার। কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানে কণ্ঠ দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।
এরপরই তার চাহিদা বেড়ে যায়। সুযোগ আসতে থাকে সিনেমার গানেরও। এবার ‘পুলসিরাত’ শিরোনামে নতুন একটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। রেকর্ডিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই গানের মাধ্যমেই সিনেমার গানে অভিষেক হয় এই শিল্পীর। কালবেলাকে সাগর বলেন, ‘প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিলাম। বিষয়টি নিয়ে আমি বেশ আনন্দিত। এই গানেও ফোক ও আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।’
রাখাল সবুজ পরিচালিত ‘পুলসিরাত’ সিনেমার গল্প গ্রামবাংলার গল্প নিয়ে নির্মিত হয়েছে। গানের শিরোনাম ‘সুখ সিথানের বাতি’।
সাগরে সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানের কথা লিখেছেন আনন জামান ও সংগীতায়োজনে ছিলেন শাহরিয়ার রাফাত।
মন্তব্য করুন