বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। দেশ ও দেশের বাইরে তাদের ভক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার প্রথমবারের মতো দলটি ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া যাবে। ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
রাজু বলেন, ‘দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। গোটা ব্যান্ডই খুব এক্সাইটেড। আপাতত দুটি কনসার্ট কনফার্ম হয়েছে। আরও বেশকিছুর কথা চলছে। সেগুলো নিশ্চিত হওয়া মাত্রই ব্যান্ডের পক্ষ থেকে লোকেশন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। অস্ট্রেলিয়ায় নেমেসিস ভক্তদের আমন্ত্রণ রইলো।’
এর আগে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয়, আগামী ২৯ জুন মেলবোর্ন ও ৬ জুলাই সিডনিতে গান শোনাবে নেমেসিস। ২৭ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা।
বর্তমানে দেশেও ব্যান্ডটির কনসার্ট নিয়ে ব্যস্ততা রয়েছে। তার মধ্যেই চলছে তাদের চতুর্থ অ্যালবামের কাজ।
২০০৫ সালে আসে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ করা হয়। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ প্রকাশ পায়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম।
বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।
মন্তব্য করুন