ঢাকার তাপমাত্রা আজ (১৯ এপ্রিল) ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুভব হচ্ছে ৪১ ডিগ্রি। এমন অসহনীয় গরমের মধ্যেও তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড় রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডের সামনে। এর কারণ একটাই। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখছেন পাকিস্তানের গ্লোবাল তারকা আতিফ আসলাম। গাইবেন নিজের জনপ্রিয় সব গান।
তাকে দেখতে ও গান শুনতে দেশের তরুণ-তরুণীদের তীব্র গরমে এ হাহাকার।
৭ এপ্রিল আতিফ আসলাম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন। এটি আয়োজন করছে লেট’স ভাইব নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
তার সঙ্গে দেশের শিল্পীরাও পারফর্ম করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মাশা ইসলাম, আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।
কনসার্ট শুরুর কথা ছিল দুপুর ২টা ৩০ মিনিটে। প্রচণ্ড গরমের জন্য বিকেল ৪টার পর শুরু হয়। প্রথমে স্টেজে ওঠে ব্যান্ড কাকতাল। স্টেজে আতিফ উঠবেন সন্ধ্যার পর।
২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখলেন জনপ্রিয় এই তারকা।
মন্তব্য করুন