উপমহাদেশের সংগীত ভুবনে পঙ্কজ উদাস ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। নিজের কর্মের মাধ্যমে সর্বদা আলো ছড়িয়েছেন এ কিংবদন্তি। তার মৃত্যু আমাকে ব্যথিত করেছে। এর কারণ হচ্ছে, ছোটবেলায় আমাদের বাসায় তার গজল বাজত। তাই তার গান-গজলের সঙ্গে আমার পরিচয় সেই শৈশব থেকে।
আমার সঙ্গে পঙ্কজদার কখনো দেখা বা কাজের সুযোগ হয়নি। কিন্তু তার কাজ আমাকে সবসময় উৎসাহ দিয়েছে। বাড়িয়েছে জানার পরিধি। তাদের মতো কালজয়ী শিল্পীদের আসলে কখনো মৃত্যু হয় না। তিনি প্রকৃতির নিয়মে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এ বিদায় চিরবিদায় নয়। গান-গজল দিয়ে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন তিনি। যাওয়ার আগে নিজের সৃষ্টিতে বুঝিয়ে গেছেন সংগীতে তার উচ্চতা।
মন্তব্য করুন