গায়ক ও ‘আভাস’ ব্যান্ডের দলপ্রধান তানযীর তুহিন এবার গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আসন্ন বইমেলায় প্রকাশ হবে তার লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। এর আগে তুহিন শুধু গান লিখতেন।
‘আহত কিছু গল্প’ নামটি নেওয়া হয়েছে তুহিনের সাবেক ব্যান্ড শিরোনামহীনের প্রকাশিত একটি গান থেকে। সেটি গেয়েছিলেন তুহিন। কিংবদন্তি পাবলিকেশন থেকে বইটি প্রকাশ পাবে। এর প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইমেলায় প্রকাশের আগেই অনলাইনে বইটি প্রি-অর্ডার করা যাবে গ্রন্থটি।
বর্তমানে আভাস ব্যান্ড নিয়েই ব্যস্ত সময় পার করছেন তুহিন। এই ব্যান্ড থেকে ইতোমধ্যে ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’ এবং সর্বশেষ ‘ক্যামেরা’ গান প্রকাশ হয়েছে।
মন্তব্য করুন