ইতিহাস গড়েছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সবচেয়ে কম বয়সী সদস্য জাংকুকের প্রথম একক গান ‘সেভেন’। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম পেরিয়ে গেছে সেটি। চলতি বছরের জুলাইয়ে গানটির মাধ্যমে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিলবোর্ড থেকে স্পটিফাই, সব জায়গায় রেকর্ড গড়েছে গানটি। মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ারস’ গানের স্ট্রিম রেকর্ড ভেঙেছে জাংকুকের ‘সেভেন’।
গানটি জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’-এর অংশ, যেটি ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। গত জুলায়ে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘সেভেন’ গানের অফিসিয়াল মিউজিক ভিডিও। গানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের ‘হট-১০০’ চার্টের শীর্ষে রয়েছে। তা ছাড়া ‘গ্লোবাল- ২০০’ এর শীর্ষস্থানও দখল করে নিয়েছে।
‘সেভেন’ গানটি যুক্তরাজ্যের অফিসিয়াল চার্টে একক গান হিসেবে তৃতীয় স্থানে রয়েছে, যা কোরিয়ান একক গানের ইতিহাসে একক গানের রেকর্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাংকুকের ভক্ত-অনুরাগীরা গায়ককে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।
মন্তব্য করুন