বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তানজিমকে বাদ দিলে অনেকেরই লাভ : আরজে নিরব

ক্রিকেটার তানজিম ও আরজে নিরব। ছবি : সংগৃহীত
ক্রিকেটার তানজিম ও আরজে নিরব। ছবি : সংগৃহীত

এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। প্রথম ম্যাচেই তার পারফরমেন্স নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।

সম্প্রতি তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে লেখা, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি করে রাখবেন। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’

তানজিমের পোস্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নানান মহলে সমালোচিত হতে শুরু করেন এই ক্রিকেটার। অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও করেছেন। তার পক্ষে বিপক্ষে কথা বলছেন সাধারণ মানুষ ছাড়াও নানান তারকা। তাদের মধ্যে একজন হলেন আরজে ও উপস্থাপক নিরব। ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিওবার্তায় তানজিম সাকিবকে নিয়ে নিজের ব্যক্তিগত নানা মতামত তুলে ধরেছেন তিনি।

ভিডিওতে নিরব প্রশ্ন ছুড়ে দেন―তানজিম যা বিশ্বাস করে সেটাই প্রচার করে। এতে সমস্যা কোথায়? এ সময় তানজিমের কিছু পোস্ট পড়ে শোনান নিরব। এরপর তিনি বলেন বলেন, ‘আমার মনে হয় সে যা বলেছে তার সঙ্গে দেশের অধিকাংশ মানুষই সহমত’।

নারীদের চাকরি করার বিষয়ে তানজিম সাকিবের দেওয়া পোস্টের বিষয়ে নিরব বলেন, ‘সমস্যাটা কোথায় বলুন তো? দুটো প্রেক্ষাপট চিন্তা করুন। প্রথমটা, উনি কারও নামে গিবত করেননি, বদনামও করেননি। উনি নিজের ধর্ম প্রচার করার চেষ্টা করেছেন, যেটি বিশ্বাস করেন সেটিই বলার চেষ্টা করেছেন। অপরাধটা কোথায়? সেটি নিয়ে এত কথা হচ্ছে কেন?’

তিনি আরও বলেন, ‘আপনি যদি এখন তানজিম সাকিবের পোস্ট পোলে ছেড়ে দেন, তাহলে ৫০ থেকে ৭০ ভাগ মানুষই তার সঙ্গে একমত হবে।’

নিরব বলেন, ‘আমার মা চাকরি করে, আমার ওয়াইফ কাজ করে। আমাদের পরিবারে অনেক মেয়ে কাজ করে। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছি না, আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখছি। আমি মনে করি, এখন নারীদের অর্থনৈতিক সচ্ছলতা অনেক জরুরি।’

তানজিম সাকিবের ইস্যুতে চক্রান্তের আশঙ্কা দেখছেন আরজে নিরব। তিনি বলেন, বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড় হলে কোড অব কনডাক্ট অনুযায়ী যদি তার ব্যক্তিগত মত দেওয়ার অধিকার না থাকে, তাহলে সেটি ভিন্ন প্রসঙ্গ। তাহলে তো তাদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকার কথা নয়, কারণ সেটি ব্যক্তিগত। আমার মনে হয়, এখানে অনেক বড় একটা চক্রান্ত আছে।’

‘আমি নিশ্চিত তানজিমকে কয়েকদিন পর বাদ দেওয়া হবে দল থেকে। তাতে অনেকের লাভ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয় কাঁদে জয়ার

যুদ্ধের মোড় ঘোরাতে কতটা কাজে দেবে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র

চাকরি দেবে আগোরা, সপ্তাহে ২ দিন ছুটি

শীতে জবুথবু কুড়িগ্রাম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে : রাষ্ট্রদূত

পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো?

‘ভুয়া সংবাদ’ ধরিয়ে দেবে যে টুল

ঈদে আসছে জুয়েলের পিনিক

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

‘জনগ‌ণের সম্পদ খাওয়া আর জাহান্না‌মের আগুন খাওয়া সমান’

১০

কমছে তাপমাত্রা, শীত জেঁকে বসবে কবে?

১১

‘আ.লীগ নির্বিচারে মানুষ মেরে রাজনীতি করার অধিকার হারিয়েছে’

১২

তারেক রহমান সবসময় পাশে আছেন, থাকবেন : মীর হেলাল

১৩

দশ দিনেও মুক্তি মেলেনি ৪ বাংলাদেশির

১৪

আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে

১৫

ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

১৬

লেবাননে এক দিনে নিহত ৫৯

১৭

টাইম জোনের ধারণা এসেছে যেভাবে

১৮

সরকারের চাপে বাধ্য হয়ে ওজন কমালেন ৫৪২ কেজি

১৯

উত্তর আফ্রিকার মুসলিম দেশে নজর জিনপিংয়ের

২০
X