পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘হাদসা’ নিয়ে সে দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এর মধ্যে ধারাবাহিকটিকে নিষিদ্ধ করেছে দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল বুধববার নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
২১ আগস্ট থেকে জিও টেলিভিশনে চলছিল ‘হাদসা’। তাসকিন নামে এক নারীকে কেন্দ্র করে এগোয় এ ধারাবাহিকের গল্প।
নেটিজেনদের অভিযোগ, ধারাবাহিকের গল্পের সঙ্গে ২০২০ সালে পাকিস্তানে এক ফরাসি নারীকে ধর্ষণের ঘটনার মিল আছে। দেশটির সাংবাদিক ফারিহা এম ইদ্রিস সংবাদমাধ্যমে জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে তার কথা হয়েছে। ধারাবাহিকটি দেখে মানসিক আঘাত পেয়েছেন ভুক্তভোগী নারী। এমনকি নাটকে ঘটনাটি তুলে ধরার বিষয়ে সেই নারীর কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি।
দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরা অধ্যাদেশ, ২০০২-এর ২৭ ধারা অনুযায়ী ধারাবাহিকটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পেমরার ভাষ্যে, ‘এই ধারাবাহিকের কাহিনি সঠিক নয়, এতে পাকিস্তানের প্রকৃত চিত্র উঠে আসেনি।’
অন্যদিকে এমন অভিযোগ অস্বীকার করেছেন ধারাবাহিকটির প্রযোজক ও পরিচালক ওজাহাত রউফ এবং অভিনেত্রী হাদিকা কিয়ানি। তাদের দাবি, এটি ওই ফরাসি নারীকে নিয়ে নির্মিত নয়।
মন্তব্য করুন