নতুন সুরের জাদু ছড়াতে আবারও মঞ্চে এলেন গায়িকা মৌসুমী ইকবাল। শৈশবে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই গানের প্রেমে মগ্ন। আর সেই টানেই আজ একশোরও বেশি মৌলিক গানে কণ্ঠ দিয়ে নিজের সৃষ্টিশীলতা প্রমাণ করেছেন তিনি। সে ধারাবাহিকতায় এবার শ্রোতাদের জন্য উপহার নিয়ে এসেছেন নতুন ফোক গান ‘বাউরা ছোঁড়া’। আনোয়ারুল আবেদীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিকো। সম্প্রতি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
নতুন প্রকাশিত গানের বিষয়ে মৌসুমী ইকবাল বলেন, ‘ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। যে কারণে ফোক ধাঁচের গান একটু বেশিই করা হয়। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। সামনে আরও নতুন কিছু গান আসবে। এখন সেগুলোর পরিকল্পনা হচ্ছে।
মৌলিক গানের পাশাপাশি এরই মধ্যে মৌসুমী গান গেয়েছেন নাটকেও। তবে এখনো তার সিনেমার গানে কণ্ঠ দেওয়া হয়নি। এখন সিনেমায় প্লেব্যাক করার ইচ্ছে প্রকাশ করেছেন এই গায়িকা।
মন্তব্য করুন