ঈদে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দর্শকদের জন্য থাকছে নতুন পুরোনো সিনেমা। জেনে নেওয়া যাক কোন টিভিতে কী কী সিনেমা দেখানো হবে।
দীপ্ত টিভি
দীপ্ত টিভিতে ‘ওমর’ সিনেমা।
ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ ও কাজী নওশাবা আহমেদ। একই দিন দুপুর ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’।
ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।
ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন দুপুর ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের চতুর্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। দুপুর ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।
ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। দুপুর ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন দুপুর ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সপ্তম দিন দুপুর ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।
চ্যানেল আই
ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’।
ঈদের দিন: ঈদের সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল।
ঈদের দ্বিতীয় দিন: শাকিব খান অভিনীত অনন্য মামুনের ছবি ‘দরদ’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
ঈদের তৃতীয় দিন: সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা চেরী।
ঈদের চতুর্থ দিন: কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। এটি পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
ঈদের পঞ্চম দিন: ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ দেখা যাবে ঈদের পঞ্চম দিন। এমডি ইকবালের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।
ঈদের ষষ্ঠ দিন: আকাশ আচার্য্যর নির্মাণে ‘মাকড়সার জাল’ দেখানো হবে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু।
ঈদের সপ্তম দিন: অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমা। চ্যানেল আইয়ে ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের সপ্তম দিন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী।
নাগরিক টেলিভিশন
ঈদের পঞ্চম দিন: সকাল ৯টায় নাগরিক টেলিভিশনে ‘ওরা দালাল’ সিনেমা।
ঈদের দিন: সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘শান’ ছবিটি দেখা যাবে দুপুর ২টায়। বিকেল ৫টায় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘টপ হিরো’।
ঈদের দ্বিতীয় দিন: ‘স্বামীর সংসার’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রচারিত হবে সকাল ১১টায়। দুপুর ২টায় প্রচারিত হবে ‘প্রেমী ও প্রেমী’, সিনেমাটিতে অভিনয় করেছেন, আরেফিন শুভ ও নুশরাত ফারিয়া।
ঈদের তৃতীয় দিন: শাকিব খান ও সাহারা অভিনীত সিনেমা ‘আমাদের ছোট সাহেব’ দুপুর ২টায় দেখা যাবে। বিকেল ৫টায় দেখা যাবে ‘অনেক সাধের ময়না’। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি।
ঈদের চতুর্থ দিন: এদিন শাকিব খানের পাঁচ সিনেমা দেখানো হবে। সকাল ৯টায় ‘নষ্ট ছাত্র’, সকাল ১১টায় ‘সাহেব নামের গোলাম‘, দুপুর ২টায় ‘ডন নাম্বার ওয়ান’, বিকেল ৫টায় ‘রাজা ৪২০’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘যদি বউ সাজোগো’ সিনেমা।
ঈদের পঞ্চম দিন: সকাল ৯টায় ‘ওরা দালাল’ অভিনয়ে: শাকিব খান, সাহারা। সকাল ১১টায় ‘স্বপ্নের বাসর’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। দুপুর ২টায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টায় ‘ভালোবাসা এক্সপ্রেস’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘স্বপ্নের নায়ক’, অভিনয়ে : সালমান শাহ, শাবনূর।
ঈদের ষষ্ঠ দিন: সকাল ৯টায় ‘স্বপ্নের ঠিকানা’ অভিনয়ে: সালমান শাহ, শাবনূর। সকাল ১১টায় ‘ফুল নেব না অশ্রু নেব’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। দুপুর ২টায় ‘বলবো কথা বাসর ঘরে’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। বিকেল ৫টায় ‘পোড়ামন’, অভিনয়ে: সাইমন সাদিক, মাহিয়া মাহি এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘তান্ডব লীলা’, অভিনয়ে : মান্না, মৌসুমী।
ঈদের সপ্তম দিন: সকাল ৯টায় ‘বর্তমান’ অভিনয়ে: মান্না, মৌসুমী। সকাল ১১টায় ‘মাস্তানের ওপর মাস্তান’, অভিনয়ে: মান্না, পূর্ণিমা। দুপুর ২টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। বিকেল ৫টায় ‘পাষান’, অভিনয়ে: ওম (ভারত), ঐশী। রাত ১১টা ৩০ মিনিটে ‘সাত খুন মাফ’, অভিনয়ে : শাকিব খান ও নদী।
মন্তব্য করুন