বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় রাজ জনপ্রিয় তিনটি সিরিয়ালে অভিনয় করছেন। কায়সার আহমেদের পরিচালনায় আর টিভিতে যাচ্ছে ‘গোলমাল’, সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। এন টিভিতে চলছে মুসাফির রনির পরিচালনায় ‘জোনাকির আলো’। নাটক তিনটিতে সঞ্জয় রাজকে দর্শক দেখতে পাচ্ছে ভিন্ন ভিন্ন চরিত্রে।
এ ব্যাপারে সঞ্জয় রাজ বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। এছাড়া নিজেকে নতুন নতুন চরিত্রের মাধ্যমে আমি চ্যালেঞ্জ নিতে চাই।’
এই অভিনেতা আরও কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদের পরে নতুন দুটি চলচ্চিত্রে খল চরিত্রেও দেখা যাবে তাকে।
মন্তব্য করুন