ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস মাহে রমজান এসেছে। রোজা এলেই সঙ্গীতানুরাগী বাঙালি মুসলমানরা নানা ইসলামী গানসহ রোজাকেন্দ্রিক গান শুনে থাকেন। বেতার, টেলিভিশনে ইসলামী ও আধ্যাত্মিক সঙ্গীত প্রচার বেড়ে যায়। একটাসময় গ্রামে-গঞ্জে মাইকে বাজানো হতো, ছড়িয়ে যেত ক্যাসেটে আকারে। সময়ের সাথে এখন তা ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ দর্শকশ্রোতার কাছে। দিনে দিনে চাহিদার আলোকে অডিও গানের সাথে এসেছে মিউজিক ভিডিও। বিভিন্ন সময়কার রোজাকেন্দ্রিক জনপ্রিয় ১০টি গানের বিস্তারিত লিখেছেন তৌফিক মেসবাহ।
মাহে রমজান এলো বছর ঘুরে রমজানের জনপ্রিয় গানগুলোর মধ্যে সবচেয়ে বেশী শোনা যায় ‘মাহে রমজান এলো বছর ঘুরে’ গানটি। গানটির কথা ও সুর করেছেন কামরুল ইসলাম হুমায়ুন। পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী। পরে গানটি শিল্পী আসিফ আকবর, মশিউর রহমানসহ অনেকে কাভার করেছেন।
একটি বছর পরেও আবার প্রচলিত জনপ্রিয় আরেকটি গান ‘একটি বছর পরেও আবার ফিরে এলো মাহে রমজান’। আব্দুল্লাহ আল কাফির কথা ও মশিউর রহমানের সুরে গানটি ভিন্ন ভিন্ন কাভার করেছেন মশিউর রহমান, নওশাদ মাহফুজ, রোকনুজ্জামানসহ অনেকে।
আকাশে মেঘের দেশে ‘আকাশে মেঘের দেশে’ শিরোনামের গানটিও অনেক বছর ধরে রমজানে শোনা যায়। ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানের কথা ও সুরে গানটি পরিবেশনা করেছে সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। পরে গানটি অনেকে কাভার করেছেন।
আবার এলো রমজান কবি মতিউর রহমান মল্লিকের লেখা ও ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানের আরও একটি জনপ্রিয় গান ‘আবার এলো রমজান’। সাইমুম শিল্পীগোষ্ঠী ও সমন্বিত সাংস্কৃতিক সংসদের প্রযোজনাটি পরবর্তীতে অনেকে কাভার করেছেন।
খোশ আমদেদ রমজান সম্প্রতি মিউজিক ব্যান্ড কাসীদার ‘খোশ আমদেদ রমজান’ শিরোনামের একটি গান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সংগীতাঙ্গণ ও ইসলামী অঙ্গণসহ সকল শ্রেণির দর্শকশ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্যতা পেয়েছে। গানটির কথা ও সুর করেছেন আহমেদ আতাউল্লাহ সালমান। সংগীত পরিচালনায় পারভেজ জুয়েল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাদ আল আমিন ও আসাদুল্লাহীল গালিব।
রহমের বৃষ্টি শিশু শিল্পী জাইমা নূরের মনোমুগ্ধকর কণ্ঠে ‘রহমের বৃষ্টি’ গানটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় এসেছিলো। নূরুজ্জামান শাহের রচনায় সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী। পরবর্তীতে লিটন হাফিজ চৌধুরী নিজেও গানটি কাভার করেছেন।
সিয়াম বিলাল হোসাইন নূরীর কথা ও মাহফুজ বিল্লাহ শাহীর সুরে ‘সিয়াম’ শিরোনামের গানটি সম্প্রতি মুক্তি পেয়ে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে কন্ঠ দিয়েছেন শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা, শুহাদা আক্তার মাহিয়া ও তাসবিহা আয়ান তানহা।
সোনাঝরা দিন ‘সোনাঝরা দিন’ শিরোনামের গানটি বিলাল হোসাইন নূরীর কথা ও লিটন হাফিজ চৌধুরীর সুরে পরিবেশনা করেছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ।
রোজাদার কেমনে হলে মাহফুজ বিল্লাহ শাহীর কথা ও সুরে ‘রোজাদার কেমনে হলে’ শিরোনামে গানটি সালাউদ্দীন আহমেদ, মশিউর রহমান, সাইফুদ্দীন আস-সাকিবসহ অনেকে কাভার করেছেন।
অবারিত সওগাত সাইমুম শিল্পীগোষ্ঠীর কিশোর শিল্পীদের পরিবেশনা ‘অবারিত সওগাত’ গানটির রচনা করেছেন শাহাজাহান শাহেদ ও সুর করেছেন জাহিদুল ইসলাম।
মন্তব্য করুন