নির্মাতা রাকিবুল হাসান সোহেল ব্যস্ত সময় পার করছেন। দর্শকপ্রিয়তা বিবেচনা করে ‘সোনা বউ’ নাটকের সিক্যুয়েল নির্মাণ করেছেন তিনি।
‘সোনা বউ-টু’ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিশা। নাটকটি কমেডি মনে হলেও এটি মূলত একটি রহস্যধর্মী নাটক।
এদিকে নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন এই নির্মাতা। নিজের ব্যস্ততা সম্পর্কে সোহেল বলেন, “মোশাররফ করিমকে নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের শুটিং শেষ করেছি। নাম ঠিক না হওয়া ধারাবাহিকটির সম্পাদনার কাজ চলছে। খুব শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু করব।”
নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও করছেন সোহেল। খুব শিগগির চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
মন্তব্য করুন