শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালন-সম্রাজ্ঞী ফরিদা পারভীন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। তার ফুঁসফুসে পানি জমেছে। এছাড়া আরও বেশকিছু জটিলতা রয়েছে।
তার ছেলে ইমাম জাফর নোমানি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, কয়েকটি শারীরিক জটিলতা নিয়ে আমার আম্মা (কণ্ঠশিল্পী ফরিদা পারভীন) ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আম্মা অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন। এছাড়াও আম্মার ফুসফুসে খানিকটা পানি জমেছে এবং কিছুটা নিউমোনিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তির পর থেকে আলহামদুলিল্লাহ অবস্থার অনেকটাই উন্নতি লক্ষ্য করা গেছে। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণরত অবস্থায় আছেন।
তিনি জানান, আমরা ছেলে-মেয়েরা সার্বক্ষণিকভাবেই তার সাথে অবস্থান করছি। সংবাদমাধ্যম থেকে শুরু করে সবাইকে অনুরোধ করছি কোন গুজব বা অপপ্রচারকে প্রশ্রয় না দিতে। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যেন খুব দ্রুতই আম্মাকে নিয়ে বাসায় ফিরতে পারি।
মন্তব্য করুন