সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। যার কারণে নির্মাতাদের কাছে বেড়েছে তার চাহিদাও। তবে সব গল্পে কাজ করেন না এ অভিনেতা। বেছে বেছে অভিনয় করে ধরে রেখেছেন নিজের গুণগতমান। যার কারণে নতুন বছরের প্রথম দিনই মুক্তি পাওয়া তার নাটক ‘পাগলের সুখ মনে মনে’ এরই মধ্যে জয় করেছে ভক্তদের হৃদয়।
নতুন এই নাটকটি নিলয়ের অনেকটাই চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল। কারণ ‘পাগলের সুখ মনে মনে’ দিয়ে দেশের নাটক ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে কালবেলা পত্রিকার নতুন ইউটিউব প্ল্যাটফর্ম ‘কালবেলা ড্রামা’। যাদের ইউটিউব চ্যানেলও ছিল একেবারে নতুন। শূন্য থেকে শুরু করে চ্যানেলটি এখন চলে এসেছে দর্শক চাহিদাতে। নাটকটি মুক্তির ৫ দিন না পেরুতেই দর্শক ১৬ লাখের বেশিবার নাটকটি দেখেছে। অল্পসময়ে একদম নতুন চ্যানেলে এমন সফলতা দায়িত্ব বাড়িয়ে দিয়েছে কালবেলা ড্রামারও। চ্যানেলটির মন্তব্য ঘরে দর্শকও অপেক্ষা করছেন নতুন নাটকের এবং প্রশংসায় ভাসাচ্ছেন ‘পাগলের সুখ মনে মনে’ গল্প, অভিনয় ও নির্মাণের। এই নাটকের গল্প অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক তরুণের। যে সমাজের যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করেন। ব্যতিক্রমী ভাবনার এ নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা শাহনেওয়াজ রিপন। গল্পে যেখানে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে অনবদ্যভাবে। নাটকে নিলয়ের সঙ্গে জুটি হিসেবে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয় এটি।
নাটকে নিজের চরিত্র নিয়ে নিলয় বলেন, ‘এই গল্পে আমাকে এক ধরনের পাগল বলতে পারেন। কারণ, আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসংগতির চোখ খুলে দেবে। নাটকটির দর্শকরা পছন্দ করছেন এটা ভালো লাগছে। এ ছাড়া আমার প্রিয় টাইসনের (কুকুর) অভিনয়ও দর্শকদের মুগ্ধ করেছে।’
বলে রাখা ভালো, নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে ‘টাইসন’। জানা যায়, টাইসন নামে কুকুরটি নিলয় আলমগীরের ব্যক্তিগত পোষ্য। কুকুরটিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন তিনি। তারপর থেকে নিজেই লালন-পালন করছেন।
এই নাটকে নিলয়-হিমি ছাড়া আরও রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এ গল্পে শুধু অভিনয় শিল্পীই নন, এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও চরিত্র রূপায়ণে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন, যা দর্শকদের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়েছে।
আশিয়ান গ্রুপ নিবেদিত ‘পাগলের সুখ মনে মনে’ নাটকটি ১ জানুয়ারি কালবেলা ড্রামা চ্যানেলে মুক্তি পেয়েছে।
মন্তব্য করুন