পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। নিজেদের নতুন অ্যালবাম প্রকাশ করেছে দলটি। নাম ‘টালোবাসা’। যার ঘোষণা আগেই এসে ছিল। এবার ১০টি গান নিয়ে প্রকাশ পেল গোটা অ্যালবাম।
নিজেদেন নতুন অ্যালবাম নিয়ে উপল সেনগুপ্ত বলেন, “নতুন বছর ‘টালোবাসা’ পাঠিয়েছে চন্দ্রবিন্দু। এই অ্যালবামে রয়েছে ১০টি গান। শ্রোতারা গানগুলো স্পর্টিফাই, আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবে শুনতে পাবেন। এ ছাড়া ক্যাসেট বেরিয়েছে মাত্র ৩০০ কপির মতো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।”
শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও রয়েছে চন্দ্রবিন্দুর অসংখ্য ভক্ত। প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম পেয়ে তাই উচ্ছ্বসিত বাংলাদেশি ভক্তরাও।
১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। ২০২৪ সালে দলটি পূর্ণ করে ৩৫ বছর। এ উপলক্ষেই নতুন অ্যালবাম প্রকাশ করল চন্দ্রবিন্দু।
ব্যান্ড সদস্য : সুরজিৎ (গিটার), রাজশেখর (পারকিউশন), চন্দ্রিল (গীতিকার), অনিন্দ্য (গীতিকার/প্রধান গায়ক), দ্রোণ (কি-বোর্ড), অরুপ (গিটার), উপল (গীতিকার/প্রধান গায়ক) ও রিজু (গিটার)।
মন্তব্য করুন