বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’
নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া? এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটক ‘পাগলের সুখ মনে মনে’। নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন এক অনন্য শিল্পকর্ম। চিত্রনাট্যের সূক্ষ্মতায় প্রাণ দিয়েছেন সুস্ময় সুমন। তবে গল্পের মূল ভাবনায় নিজের মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা নিজেই। যেখানে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে অনবদ্যভাবে। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমি। কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয়েছে।

নাটকের প্রধান চরিত্র নিলয়। তার চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে প্রকাশ করেছেন। নিলয় বলেন, ‘এই গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ, আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতির চোখ খুলে দেবে।’

গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্ত-শিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, ‘গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও, আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

অন্যদিকে, তানজিম হাসান অনিক তার চরিত্রে ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের গল্প, যিনি নিজের চাচার ক্ষমতার দাপটে এলাকার মানুষকে ভয় দেখান। এমনই জটিল সব চরিত্রের মিশেলে গল্পটি হয়েছে আরও মজাদার।

গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘সমাজের সাধারণ মানুষের সংকীর্ণ মনোভাব নিয়ে এই গল্প। আমাদের মধ্যে যিনি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তাকেই আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে ঠেলে দিই। কিন্তু দিন শেষে সেই ব্যতিক্রমী মানুষটির কাজই আমাদের চোখ খুলে দেয়। এই নাটকের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি।’

নিলয়-হিমির সঙ্গে আরও রয়েছেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এ গল্পে শুধু অভিনয় শিল্পীই নন, এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও চরিত্র রূপায়নে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন। যা দর্শকদের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে থাকবে।

আশিয়ান গ্রুপ নিবেদিত পাগলের সুখ মনে মনে নাটকটি বুধবার (১ জানুয়ারি) কালবেলা ড্রামা চ্যানেলে মুক্তি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতে আবারও গুঁড়ি বৃষ্টির শঙ্কা 

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

বিয়ে, গায়েহলুদ কিছুই হয়নি তাহসানের

ইউক্রেনকে হমকি দিল স্লোভাকিয়া

অভিনেত্রী অঞ্জনার মৃত্যুতে বাচসাসের শোক

প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন আরও ৫০ বিচারক

তেঁতুলিয়ায় দুদিন পর স্বস্তি, যা বলছে আবহাওয়া অফিস

এক বছরে রাশিয়ার ৪ লাখ সেনা নিহতের দাবি

৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের নিয়ে সারজিসের স্ট্যাটাস

ঢাকায় দুদিন পর দেখা মিলেছে সূর্যের

১০

দিনাজপুরে দিনের তাপমাত্রা বাড়ল, রাতে তীব্র হিম বাতাস

১১

৯ ঘণ্টা পর সচল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

১২

দূর থেকেই শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করতে পারবে সৌদি

১৩

তীব্র শীত থাকবে আর কত দিন, জানাল আবহাওয়া অফিস

১৪

টিউলিপকে লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী

১৫

ভিনির লাল কার্ডের পরও ১০ জনের রিয়ালের অবিশ্বাস্য জয়

১৬

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

১৭

নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারির আতঙ্ক

১৮

০৪ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X