দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা জাং উ সাং। দ্য উইয়ার্ড এবং দ্য ডিভাইন মুভ সিনেমার জন্য দর্শকমহলে দারুণভাবে প্রশংসিত তিনি। তার ক্যারিয়ার জীবন প্রশংসিত হলেও দর্শকমহলে ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে আলোচনা ও সমালোচনা।
জুং এবার তার দীর্ঘমেয়াদি প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া মুন গাবির সঙ্গে ডাবল ডেটিংয়ের কথা অস্বীকার করেন তিনি। খবর পিঙ্কভিলার।
চলতি বছরের ২২ নভেম্বর মুন গাবি তার নবজাতকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর অভিনেতা জাং উ সাংয়ের প্রতি উঠেছে নানা রকম প্রশ্ন। মুন গাবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে জানান, তিনি এই অপ্রত্যাশিত খবরের জন্য প্রস্তুত ছিলেন না। বিষয়টি গোপন রাখতে পছন্দ করেছিলেন তিনি।
মুন গাবি আরও জানান, গর্ভাবস্থা নিয়ে খোলামেলা উদযাপন কিংবা অভিনন্দন গ্রহণের পরিবর্তে তার পরিবারের সমর্থনে চুপচাপ সময় কাটিয়েছেন তিনি। মুন জানান, তার এমন সিদ্ধান্ত ছিল সন্তানের মঙ্গলের জন্য, যাতে অনাগত সন্তানকে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হতে হয়।
এদিকে চলতি বছরের ১৩ ডিসেম্বর টিভি এনের ‘ফ্রি ডাক্তার’ শোতে, জাং উ সাংয়ের অবৈধ সন্তান সম্পর্কিত বিতর্কের পেছনের সত্য তুলে ধরা হয়। প্রতিবেদক আহন জিন ইয়ং মন্তব্য করেন, এই দম্পতির মধ্যে কোনো বৈধ সম্পর্ক ছিল না, যা ৩০ বছর ধরে পাবলিক লাইফে থাকা জাং উ সাংয়ের জন্য বড় ধরনের সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়।
এ ঘোষণার পর, অভিনেতা জাং উ সাং তার এজেন্সির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন এবং জানিয়ে দেন, তিনি মুন গাবির সঙ্গে কো-প্যারেন্টিংয়ের বিষয়ে সম্মত হয়েছেন, তবে তাদের মধ্যে কখনো প্রেমের সম্পর্ক ছিল না। তারা একে অন্যকে ভালোবাসতেন না, তাই তারা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার আরেক অভিনেত্রী কিম জি-হিউন বলেন, বিয়ে চাপিয়ে দেওয়া উচিত নয় এবং তারা ব্যক্তিগত জীবনে কী করবে, সেটা তাদের ওপর নির্ভর করবে, এ বিষয়ে আমাদের বিচার করা উচিত নয়। তবে প্রকৃতপক্ষে এখন তাদের মনোযোগ দেওয়া উচিত শিশুটির যত্ন নেওয়ার দায়িত্বের প্রতি।
জানা যায়, জাং উ সাং তার দীর্ঘমেয়াদি প্রেমিকা থেকে সাময়িকভাবে আলাদা হয়েছিলেন, যখন তিনি মুন গাবির সঙ্গে দেখা করেন। এ বিষয়ে তার প্রেমিকা জানলেও খবর প্রকাশের পর অভিনেতা ডাবল ডেটিংয়ের কথা অস্বীকার করেন।
মন্তব্য করুন