বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদাধিকার বলে বিটিভির মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২) এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) এ প্রিভিউ কমিটিতে আছেন।
এ ছাড়া চলচ্চিত্র ও নাটক অর্থাত সংস্কৃতি সংশ্লিষ্ট ১২ গুণী ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ কমিটিতে আছেন বিনোদন সাংবাদিক দৈনিক আজকালের খবর’র জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ তেপান্তর (মো. রবিউল আউয়াল হোসেন)। তিনি দীর্ঘদিন দেশের সাহিত্য-সংস্কৃতি নিয়ে চর্চা করছেন। তিনি একজন লেখক ও সমাজসেবক।
কমিটিতে আরও আছেন, অভিনেত্রী ইলোরা গহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।
প্রসঙ্গত, এ প্রিভিউ কমিটি বাইরের নির্মাতাদের অনুষ্ঠানের মান নির্ণয় করবে।
মন্তব্য করুন