দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউল। প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট থাকে তাদের। সবশেষ অস্ট্রেলিয়া মাতিয়ে আসে দলটি। এবার প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবে নগরবাউল জেমস।
আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি কনসার্ট করবে জেমস-ফান্টিরা। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।
তিনি বলেন, ‘২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে দলটি।’
২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।
মন্তব্য করুন