নভেম্বর মাসের প্রথম দিনই বাজারে আসছে ‘লাল শাড়ি পরিয়া কন্যা’ খ্যাত শিল্পী শরিফুজ্জামান সোহাগের নতুন গান। গানের নাম ‘ফিরে আসিস তুই’৷
গানটির কথা লিখেছেন মো. সাইফুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন সোহাগ নিজেই।
শুক্রবার (১ নভেম্বর) রাত ৮ টায় সোহাগের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভয়েস অব সোহাগে এটি রিলিজ হবে।
গানটি প্রসঙ্গে গায়ক শরিফুজ্জামান সোহাগ কালবেলাকে বলেন, ‘এটি আমার অন্য গানগুলো থেকে ভিন্ন। কিছুটা ব্যতিক্রমী। আমি আশাবাদী, ভক্ত ও শ্রোতারা এই গানটি সাদরে গ্রহণ করবেন।’ এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখে গানটি করা হয়েছে বলেও জানায় এই শিল্পী।
সোহাগ আরও বলেন, ‘স্টেজ শো এবং কম্পোজিশন নিয়ে লাস্ট ছয়মাস অনেক ব্যস্ত ছিলাম। এখন থেকে নিয়মিত নতুন নতুন গান আমার ইউটিউবে প্রকাশ করব। প্রতিটি গান শ্রোতা দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিতে তৈরি করব।’
তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে, ‘কন্যা’ ‘কাইন্দোনা’, ‘কন্যা মন দিলানা’ ‘ও পরান বন্ধুয়া’ ‘চাঁদ ছুয়ে’ এবং ‘লাল শাড়ি’সহ অসংখ্য গান।
মন্তব্য করুন