এক সময়ের নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। তবে এখন আর অভিনয়ে দেখা যায় না তাকে। পড়াশোনার পাঠ চুকিয়ে অনেক আগে থেকেই চাকরি করছেন এ সুন্দরী। অভিনয়ের কারণে বহুবার প্রশংসিত হয়েছেন ফারিয়া। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি।
এবার তাকে বিচারকের ভূমিকায় দেখা যাবে। কমেডি টিভি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’ সপ্তম সিজনে বিচারক হিসেবে থাকছেন ফারিয়া।
প্রতিবারের মতো এবারো ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অডিশন পর্ব হবে। ‘মার্সেল হা-শো’র বিচারক হিসেবে দেখা যাবে ফারিয়াকে। তার সঙ্গে থাকবেন অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিগগিরই শুরু হতে যাচ্ছে আয়োজনটি।
এ ব্যাপারে ফারিয়া বলেন, ‘দেখুন, আমার সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। এবার সেই ভাবনা থেকেই কমেডি অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া। এখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি, এবার জমজমাট আসর হবে।’
সর্বশেষ ফারিয়াকে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে দেখা যায়। তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন