বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় উত্তমের ৫ গান 

দুর্গাপূজায় উত্তমের ৫ গান 

এবারের শারদীয় দুর্গাপূজায় দীর্ঘদিন পর এসেছে ‘ভালোবাসার ময়না’ খ্যাত সংগীতশিল্পী উত্তমের নতুন ৫টি গান। সবগুলো গানই মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও আকারে শিল্পীর নিজের নামে ইউটিউব চ্যানেলে।

এরমধ্যে ৩টি নজরুলসংগীত ও দু’টি মৌলিক আধুনিক গান। সবগুলো গান শিল্পীর নিজের হোমস্টুডিওতে বানানো। গানগুলোতে গিটার ও বাঁশি বাজিয়েছেন ও সংগীতায়োজনে সহযোগিতা করেছেন যথাক্রমে মো. নাসির উদ্দীন ও জাবিউল ইসলাম। ভিডিও পরিচালনায় আলী মোস্তফা। ডিওপি কবির। মৌলিক গান দু’টির কথা, সুর ও সংগীত উত্তমের নিজের। গান দু’টির শিরোনাম ‘মেঘনার তীরে যেতে যেতে, মন দেয়া নেয়ার কতো গীতে’ এবং ‘মেঘনা নদীর তীরে আমার সুখের ধাম সুবর্ণগ্রাম’।

মহান সংগীতজ্ঞ কাজী নজরুলের গান ৩টি হলো আয় মা উমা রাখবো এবার ছেলের সাজে সাজিয় তোরে, মাগো চিন্ময়ী রূপ ধরে আয় এবং খড়ের প্রতিমা পুজিস রে তোরা মাকে তো তোরা পুজিসনে।

গানগুলো খুব যত্ন করে তৈরি করেছেন জানিয়ে শিল্পী আশাবাদ ব্যক্ত করেন যে সব ঘরানার শ্রোতাই এগুলো পছন্দ করবেন।

উত্তমের গান গাওয়ার শুরু ছেলেবেলা থেকেই। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন। সংগীতশিল্পী হিসেবে সবখানেই জুটেছে সম্মান আর পুরস্কার। উত্তমের পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিষয় সমাজবিজ্ঞান। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি প্রাপ্ত ও সরকারি এই প্রতিষ্ঠানটির নজরুলের প্রশিক্ষক হিসেবে সার্টিফিকেটধারী। এছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ করেছেন। বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সব সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। এখন নিজেও গান শেখান। উত্তম একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক। গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন।

উত্তম বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসংগীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত সুরকার ও সঙ্গীত পরিচালকও। মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশ এমসিএসবি’র সদস্য। নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। উত্তম সংগীতজনদের দৃষ্টি কেড়েছেন গভীর আবেগী গায়নভঙ্গীর অনন্যতার জন্য। সমানতালে স্টেজ শো-ও করেন। সব ধরনের সংগীতেই উত্তমের আগ্রহ।

শিল্পীর অন্যতম জনপ্রিয় গানগুলোর মধ্যে ভালোবাসার ময়না, আমার চোখের জলে বহে নদী, পরাণবন্ধু অন্যতম। টিভি মিডিয়া, ঢাকার বিভিন্ন মিলনায়তনে একাধিক একক সঙ্গীতানুষ্ঠান ও অর্ন্তজাল তথা ফেসবুক-ইউটিউবে কিশোর কুমার, মান্না দেসহ স্বর্ণযুগের শিল্পীদের অমর সৃষ্ট সব গান নিয়িমিত গেয়ে বেশ জনিপ্রয়তা ও দর্শক-ভালোবাসা পেয়েছেন এই শিল্পী। গানপ্রিয় দর্শক-শ্রোতা, বন্ধু-শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টদের শুভাশিস ও ভালোবাসা চান উত্তম। আমৃত্যু গান গেয়ে যেতে চান। আশা করেন শিগগিরই মূল ধারার গান-বাজনার আরও অনুকূল পরিবেশ ফিরে আসবে প্রিয় স্বদেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ জিম্বাবুয়ের

মৃত্যুর আগে ‘গাজায় যুদ্ধবিরতি’ চেয়েছিলেন পোপ ফ্রান্সিস

সিপিডির গবেষণা / ২০২৩ সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

রেহান-পলিনের ‘টুকরো চোখ’

পোপ ফ্রান্সিস আর নেই

হঠাৎ গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা

মাস্ক-হেলমেট পরে সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নাসুমকে হাথুরুর থাপ্পড় দেওয়া নিয়ে যা বললেন হেরাথ-পোথাস

আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল

তিন পুলিশ সুপার বদলি

১০

সন্তান না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

১১

এ কোন সাদিয়া আয়মান, ভাইরাল ছবির নেপথ্যে কে?

১২

চানখারপুলে গণহত্যা / সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল 

১৩

নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পুনর্গঠনের দাবি এবি পার্টির

১৪

নতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

১৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানার সন্ধান, মিলল সামরিক ইউনিফর্ম

১৬

বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

দরিদ্র শামছুল হকের মেয়ের বিয়ে সম্পন্ন, সার্বিক সহযোগিতায় তারেক রহমান

১৮

দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলা, আ.লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

লাইফ সাপোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

২০
X