তরুণদের জন্য একটা সময় বেজমেন্ট কনসার্ট নিয়মিত আয়োজন করা হতো। ২০১৫-১৬ সালের পর আর সেটি নিয়মিত দেখা যায় না। এবার আবারও এ ধরনের কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ‘ব্যাক টু দ্য বেজমেন্টে’। এ শিরোনামেই ১৯ অক্টোবর রাজধানী উত্তরার ফ্যান্টাসি আইসল্যান্ডে আয়োজিত হবে কনসার্ট। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আয়োজকপ্রধান আবিদ আল সাদিক।
তিনি বলেন, ‘‘ব্যাক টু দ্য বেজমেন্ট’ হলো আমাদের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকেই আমরা কনসার্টটি আয়োজন করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো শহরের নতুন কিছু ব্যান্ডকে প্রোমোট করা। যাদের নিজেদের গান রয়েছে, তাদের নতুন গান প্রকাশে আরও বেশি উৎসাহ করা। এ ছাড়া এ শিরোনামে আমরা প্রতি বছর দুই থেকে তিনটি কনসার্ট করতে চাই। সে ক্ষেত্রে আমরা সিজন-১, সিজন-২ শিরোনামে আয়োজনে করব।”
কনসার্টে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে সিঙ্গেল এন্ট্রি ৩৫০ ও ডাবল এন্ট্রি ৬০০ টাকা।
সিজন-১-এর লাইনআপে আছে—ব্যান্ড ওউন্ড, কনক্লুশন, ফিরোজ জং, শেফার্ড, নিভানিয়া, ইয়ার ব্লুজ ও মোহমুক্তি। ‘ব্যাক টু দ্য বেজমেন্টে’র দ্বিতীয় সিজন এ বছরের ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন