জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান বরাবরই তার অনন্য ফ্যাশন ও গানের স্টাইল দিয়ে ভক্তদের মন কেড়ে নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সেখানে তাকে দেখা গেছে লো মেকআপ লুকে, খোলা চুলে ও মাথায় সানগ্লাসে, যা তার ভিন্ন স্টাইলকে আরও প্রাঞ্জল করে তুলেছে।
ছবিগুলোতে দেখা যায় তিনি একটি সাদা ফ্লোয় ক্রপ টপ ও হাফ জিন্স পরেছেন, যা তার চিরাচরিত ফ্যাশনের বাইরে হলেও বেশ আকর্ষণীয়। গলায় ঝোলানো ছোট ব্যাগ, কানে দুল, হালকা লিপস্টিক মাখা ঠোঁট, চাহনিতে যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।
জেফার ভ্রমণ করতে পচ্ছন্দ করেন। তার এই ছবিগুলো হিমালয়ের দেশ নেপালে বসে তোলা। সেখানে তিনি ঘুরতে গিয়েছিলেন। তার এই ছবিগুলো দেশটির একটি গুহা থেকে তোলা। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জেফার নেপালের পতাকার ছবি জুড়ে দেন।
জেফারের ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসা করেছেন, যদিও কেউ কেউ কটাক্ষ করতেও পিছপা হননি।
মোস্তাফিজুর নামে একজন লিখেছেন, ‘দয়া করে আপনি চুলে নারকেল তেল ব্যবহার করবেন, আপনার চুল দেখে রাতে ঘুমাতে পারি না।’ আরেকজনের মন্তব্য, ‘আনফলো করছি তারপরও কেন সামনে আসছ? আমার রুচি নষ্ট হয়ে যায়!’
মন্তব্য করুন