কলাম্বিয়ান গায়িকা শাকিরা ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ষ্টেজে তার পারফর্মেন্স দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু ষ্টেজে মেজাজ হারালেন এই গায়িকা। সেদিন তার পরনে সিকুইনের শর্ট ড্রেস। এর খানিক পর নিজের নতুন গান ‘সোলটেরা’-এর সঙ্গে নাচতে শুরু করেন। সেখানেই বাঁধে বিপত্তি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নাইটক্লাবে শাকিরার সঙ্গে আপত্তিকর এই ঘটনা ঘটেছে।
কারণ হলো দর্শক সারিতে থাকা এক ব্যক্তি শাকিরার পোশাকের নিচের দিক থেকে ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়ে শাকিরার। এরপর তিনি ইশারায় ওই দর্শককে জানান, পোশাকের নিচের দিকে নয়, মুখের ছবি তুলুন। অথচ খানিক পর একই ঘটনা ঘটান ওই ব্যক্তি। এতে চরম রেগে গিয়ে মঞ্চ থেকে নেমে যান শাকিরা। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
শাকিরার সঙ্গে ঘটনার বিষয়টি বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটিজেনদের মাঝে। নেটিজেনরা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে লিখেছেন, ‘যে ব্যক্তি ভিডিও ধারণ করছিলেন, তাকে যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার করা হোক।’
কী আবার লিখেছেন , ‘সত্যি এটি হতাশাজনক আচরণ। মঞ্চ বা মঞ্চের বাইরে শিল্পীরা ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান প্রাপ্য। প্রত্যেকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
বিষয়টি নিয়ে এখনও মন্তব্য করেননি শাকিরা। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্সকে নাইটক্লাব কর্তৃপক্ষ বলেন, ‘ভক্তদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করার সময়ে ভিডিওধারণকারীদের ভিডিও করতে নিষেধ করছিলেন শাকিরা।’
মন্তব্য করুন