গুণী অভিনেত্রী সোহানা সাবা। ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন তিনি। গ্রুপটি আওয়ামী সমর্থিত শিল্পীদের নিয়ে করা হয়েছিল। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর গ্রুপের সদস্যরা বিপাকে পড়েন।
সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যায়। সাবাকে নিয়ে কিছু গণমাধ্যমে মিথ্যা সংবাদও প্রকাশ করা হয় দাবি অভিনেত্রীর। যেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার ভাষ্য, ২০ বছরের বেশি ক্যারিয়ার। অথচ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর ছড়িয়ে তার সুনাম নষ্ট করা হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত সাবার। ছিলেন সক্রিয় একজনকর্মী। দলের কঠিন সময়েও রাজপথে থাকতে দেখা যায় তাকে।
এদিকে হঠাৎ করেই ‘আলো আসবেই’ শিরোনামে একটি পোস্ট করেছেন সোহানা সাবা। চার লাইনের কবিতাটি এমন, ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ... সমুদয় পালটানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘোরবিরোধী ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সোহানা। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ছাড়াও ছিলেন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, নির্মাতা মিলন ভট্টাচার্য, এস এ হক অলীকসহ অনেকে।
মন্তব্য করুন