দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে এরই মধ্যে দেশের মানুষ দাঁড়িয়েছে। যে যার স্থান থেকে সাধ্যমতো দেশের এ সংকটকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। পিছিয়ে নেই দেশের শিল্পীসমাজও। তারাও এগিয়ে এসেছে এই বিপদে। পিছিয়ে নেই ব্যান্ড ইন্ডাস্ট্রিও। কনসার্ট করে তারা ফান্ড রাইজিং করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। এবার বন্যার্তদের জন্য কনসার্ট করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড আর্ক ও নগর বাউল জেমস।
আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনে কনসার্টি অনুষ্ঠিত হবে। এই কনসার্ট থেকে অর্জিত অর্থ দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা করা হবে। কনসার্ট ভেন্যু লন্ডন রয়েল এজেন্সি। এর আয়োজক অ্যাইওএন টিভি। ইতোমধ্যেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে গেছে। কনসার্টের শিরোনাম ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’
কনসার্টের জন্য আর্ক ব্যান্ডের সদস্যরা ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বেন।
মন্তব্য করুন