দেশের যে কোনো পরিস্থিতিতে সরব উপস্থিতি থাকে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের। এবারও ব্যতিক্রম ঘটেনি। দেশেরর বন্যা পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছেন তিনি।
শনিবার রাতে ‘আসিফ আকবর ফাউন্ডেশন’র ঘোষণা দিয়েছেন তিনি। শিল্পী জানিয়েছেন, মূলত ফান্ড গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অংশ নেওয়ার জন্যই এই ফাউন্ডেশন।
ফেসবুক লাইভে ঘোষণাটি দেন আসিফ আকবর। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করবো, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে।
নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে ডোনেট করার জন্য কয়েকটি মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তিনি।
এ ব্যাপারে আসিফ আকবর বলেন, এবার দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন ঘরে বসে থাকার সময় নেই। সবার এগিয়ে আসা উচিত। সেটা হচ্ছেও। শিশু থেকে যুবক, বৃদ্ধ সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে।
মন্তব্য করুন