বানভাসী মানুষের আর্তনাদ, আহাজারি ছুঁয়ে গেছে গানের শিল্পীদেরও। অনেক মানুষ বন্যায় বসতবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। জুটছে না খাবার ও নিরাপদ পানি। বানের স্রোতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। বর্তমান এই প্রেক্ষাপট নিয়েই তৈরি হলো গান। ‘বানভাসী জীবন’ শিরোনামের গানটি তারেক আনন্দের কথায় সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত।
রাফাত বলেন, ‘গানের কথা পাওয়ার পরই সুরে ডুবে যাই। খুব বেশি সময় লাগেনি। মাত্র এক-দেড় ঘণ্টায় গানটির সুর-সংগীত করেছি।’
গীতিকার ও শিল্পী জানান, এই গান কপিরাইট ফ্রি, উন্মুক্ত। যে কেউ ইচ্ছে করলে সব ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করতে পারবেন। এখান থেকে সামান্য আয় যদি আসে আর সেটি বানভাসী মানুষদের কাছে পৌঁছে দেবেন। গানটি প্রকাশ হয়েছে শিল্পী শাহরিয়ার রাফাত ও গীতিকার তারেক আনন্দের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন