নগর বাউল জেমস। যার কালজয়ী গানের মধ্যে একটি হলো প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটি। এ গানটি নিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমস কি আসলেই কনসার্টে গানটি গাইতে পারেননি?
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
তিনি জানান, এমন বাধার কথা আমরা কখনো শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনো বলিনি।
একই সঙ্গে রবিন আরও জানিয়েছেন, দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোটখাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।
‘বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। গানটি দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়।
মন্তব্য করুন