ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার মারা গেছেন। ১৫ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শক্তিমান এই অভিনেতার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার ছেলে বাবু। একটি পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রিয় মানুষটি আর নেই। ১২ আগস্ট রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাইছি। উনার ভুল-ত্রুটি সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন।’
ছোট পর্দায় তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৪২০’ নাটকে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন। সেখানে তার চরিত্রটি ছিল ‘হক চাচা’।
মন্তব্য করুন