ডাকাত আতঙ্কে রাজধানীর মানুষ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই এই আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। রাত হলেই এলাকার মসজিদে ডাকাত ঠেকাতে মাইকিং করা হচ্ছে। পাহারা দেওয়া হচ্ছে রাস্তা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তাই এই আতঙ্কে শান্তিতে ঘুমাতেও পারছে না সাধারণ মানুষ। যেই তালিকায় রয়েছেন দেশের তারকা নির্মাতা কাজল আরেফিন অমি।
দেশের জনপ্রিয় এই নির্মাতা এক ফেসবুক স্ট্যাটাসে তার এই আতঙ্কের কথা এইভাবে লিখেছেন, ‘গতকাল সারারাত ঘুমাতে পারি নাই, সকালে একটা মিটিং ছিল, বিকেলে শিফট করলাম। যাদের অফিস আছে তারা নিশ্চই অফিসে গিয়ে ঝিমাবে, এভাবে কতদিন কে জানে! বাংলাদেশে পুলিশ লাগবে, নইলে প্রতিদিন রাতে ব্যাটারি গলির পোলাপান দিয়ে শোডাউন দিলেও কাজ হবে না।’
তবে এই ডাকাতদের বিরুদ্ধে ইতোমধ্যেই সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ ও তারকারা। অভিনেত্রী মেহজাবীন থেকে শুরু করে অনেকেই সেনাবাহিনীর হেল্প সেন্টারের নম্বর শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান করছেন প্রতিনিয়ত।
মন্তব্য করুন