সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠেন নানা শ্রেণিপেশার মানুষ।
অন্যদিকে স্থাপনা ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে। বিষয়টি নিয়ে সোচ্চার হলেন মেহজাবীন চৌধুরী। ফেসবুক বার্তায় তিনি বলেছেন, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।
এদিকে নাটকের এই জনপ্রিয় মুখের প্রথম সিনেমা ‘সাবা’ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এই উৎসবের ৪৯তম আসর বসছে আগামী ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’। বিষয়টি উৎসব ওয়েব সাইটে নিশ্চিত করা হয়েছে। টিআইএফএফ-এর আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে, সদ্য তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে স্থান করে নিয়েছে বাংলাদেশি ‘সাবা’।
মন্তব্য করুন