ভিন্ন এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিকের কাজ। সবটাই সামলাচ্ছে তারা শিক্ষার্থীরা।
ছাত্রদের এই উদ্যোগ মানুষের প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিয়ে দারুণ খুশি অভিনেত্রী পারসা ইভানা।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘উত্তরাতে রাস্তা পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে রং করার কাজে আমি সাহায্য করতে পারি।’
পারসা আরও লিখেছেন, ‘একটা বিশ্বস্ত সোর্স দরকার, আমাকে জানান আপনারা, কোথায় আসতে হবে।’
এর আগে সামাজিক মাধ্যমে ছাত্রদের রাস্তা পরিষ্কার করার কাজের কিছু ছবি পোস্ট করে পারসা লিখেছেন, ‘আমরাই বাংলাদেশ’।
সরকারি চাকরিতে কোটা সংকার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে টানাপড়েন চলছিল শেখ হাসিনা সরকারের। শেষ পর্যন্ত এক দফা সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে তার পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।
মন্তব্য করুন