গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বর্তমানে ভারতে গোপন আশ্রয়ে রয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। ’৫২, ’৬৯ ও ’৯০-এর মতো ’২৪ সালেও গণআন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।
হানিফ সংকেত আরও বলেন, এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।
প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের মতপ্রকাশ করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তারা মতপ্রকাশের মাধ্যম হিসেবে সোশ্যাল মাধ্যম ফেসবুককে বেছে নিয়েছেন।
মন্তব্য করুন