দেশব্যাপী কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ চলমান। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কর্মসূচি পালনে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজপথে চলছে সংঘাত। বিষয়টি নিয়ে নানা সময়ে শোবিজ তারকারা স্ট্যাটাস দিয়েছেন। এবার আরও ৩ নায়িকা ফেসবুকে এ আন্দোলন নিয়ে স্ট্যাটাস দিলেন।
মৌসুমী হামিদ লিখেছেন, আর ভালো লাগছে না । এই রক্তাক্ত শহর দেখতে। এই অবস্থা কোনোভাবেই কাম্য না।
চলমান সহিংসতা নিয়ে চিত্রনায়িকা শিরিন শিলা লিখেছেন, কীসের এত আন্দোলন ভাই। সুখে থাকতে ভূতে কিলায়।
অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে লিখেছেন, কোনো সহিংসতা চাই না আর... চাই কোটা সংস্কার। শান্তি - সমাধান।
সর্বশেষ তথ্য আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার কোটা সংস্কারের পক্ষে রয়েছে। তিনি আরও বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। এ নিয়ে সরকার আদালতে প্রস্তাব দেবে। মামলাটা সর্বোচ্চ আদালতে আছে। এই মামলা যখন আদালতে শুনানি শুরু হবে, সরকার একটা প্রস্তাব আদালতে দেবে। সেখানে সংস্কারের প্রস্তাব দেব। অতএব আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে।
মন্তব্য করুন