কনসার্ট মানেই উন্মাদনা। যেকোনো কনসার্টকে ঘিরে থাকে দর্শকদের থাকে বাড়তি পাগলামী। তবে এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কনসার্টে গিয়ে দর্শকদের নাচানাচিতে ‘ভূমিকম্পের’ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পপতারকা টেইলর সুইফটের এক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। গত সপ্তাহে স্কটল্যান্ডের এডেনবার্গে সুইফটের কনসার্টে দর্শকরা উন্মাদ নৃত্য করেন। এতে করে সেখানকার ভূমি কেঁপে ওঠে।
জানা গেছে, কনসার্টের স্থান থেকে ছয় কিলোমিটার দূরের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ ভূমিকম্পের রেকর্ড করা হয়।
টেইলর সুইফটের তিনটি গান দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি উপভোগ্য ছিল। এ তিনটি গান হলো ক্রুয়েল সামার, রেডি ফর ইট এবং শ্যাম্পেন প্রবলেম। গত শুক্রবারের কনসার্টে এ তিনি গানেই সবচেয়ে বেশি আনন্দ ও নাচানাচি করেন দর্শকেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দর্শকদের নাচানাচির কারণে ওইদিন ভূমি সর্বোচ্চ ২৩ দশমিক ৩ ন্যানোমিটার সরে যায়। এরপর শনিবার এটি ২২ দশমিক ৮ এবংর রোববার রাতে আরও ২৩ দশমিক ৩ ন্যানোমিটার মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়।
নাচানাচির কারণে এমন ঘটনা এটি প্রথম নয়। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একই ঘটনা ঘটেছিল। ওই সময়ে দর্শকরা এতটাই নেচেছিলেন যে সেখানে ২ দশমিক তিন মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল।
মন্তব্য করুন