নব্বইয়ের দশকের বেশিরভাগ শ্রোতার ইংরেজি গানের প্রতি ভক্তি তার কণ্ঠের জাদুর কারণে। হলিউডের বিখ্যাত ছবি টাইটানিকের ‘মাই হার্ট উইল গো অন’-এর নেপথ্যেও তার কণ্ঠের জাদু রয়েছে। তিনি হলেন সেলিন ডিওন।
জনপ্রিয় এ গায়ক দীর্ঘদিন ধরে অসুস্থ। বিরল স্নায়ুরোগ স্টিফ পার্সন সিনড্রোমে (এসটিপি) আক্রান্ত তিনি। ফলে পর্দার বাইরে রয়েছেন দীর্ঘ সময়। তবে এবার আবারও ফেরার ঘোষণা দিয়েছেন সেলিন ডিওন। শুক্রবার (১৪ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের শেষ দিকে এ রোগে আক্রান্ত হন সেলিন ডিওন। এ জন্য ওই সময়ে তার একাধিক লাইভ কনসার্টও বাতিল করা হয়। তরে রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে শুরু করেন হলিউডের জনপ্রিয় এ গায়িকা। এরপরও শারীরিক অবস্থার তেমন উন্নতির কোনো খবর বিগত সময়ে পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম জানিয়েছে, গানের জগতে ফিরতে না পারলেও নিজের ভক্তদের কাছে ফিরছেন সেলিন ডিওন। তার জীবনী নিয়ে তৈরি হচ্ছে ডকুমেন্টরি। এতে বিরল রোগের বিষয়টিও উল্লেখ থাকবে।
সিএনএন জানিয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে তার জীবনের অজানা মুহূর্ত ও রোগের বিষয়টি এ ডকুমেন্টরিতে তুলে আনা হবে। আই অ্যাম : সেলিন ডিওন শিরোনামে এ ডকুমেন্টরিটি নির্মিত হবে। এটির পরিচালনা করবেন অস্কার মনোনীত পরিচালক আইরিন টেইলর।
গত বছর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সেলিন ডিওনের বোন কলডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও বিরল রোগ থেকে রেহাই পাননি তিনি। কোনো ধনের অনিয়ম করেন না সেলিন। আমাদের মা বলতেন যা করবে তা মন দিয়ে করবে। নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন তেমন কথাই শুনে এসেছেন। তার এ অবস্থা দেখে ভীষণ কষ্ট হয়।
সম্প্রতি নিজের গান গাওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি এমন এক রোগে আক্রান্ত যার দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে নিজের স্বাস্থ্যের সঙ্গে লড়াই করে যেতে হচ্ছে।
এক সাক্ষাৎকারে সেলিন ডিওন জানান, এ রোগের কারণে গান গাওয়ার সময় আমার মনে হচ্ছিল আমাকে কেউ শ্বাসরোধ করছে। তিনি জানান, এ রোগের কারণে কণ্ঠ পেশির নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। যার জন্য একপর্যায়ে তার কণ্ঠস্বর দুর্বল ও হালকা হয়ে যায়।
কানাডিয়ান এ গায়িকা বলেন, এটি এমন রোগ যার জন্য মনে হবে আপনার স্বরযন্ত্রকে চাপ দিচ্ছে। ব্যাপারটা এমন যে আপনি ঠিকই গান গাইছেন কিন্ত নিজের কণ্ঠকে উঁচু বা নিচু স্কেলে নিয়ে যেতে বের করতে পারবেন না। পরে এটি একটি খিঁচুনিতে পরিণত হবে।
স্টিফ পার্সন সিনড্রোমের প্রভাব
স্টিফ-পার্সন সিনড্রোম নামের এ বিরল রোগ স্বনামধন্য এ গায়িকার পেট গাজর ও মেরুদণ্ডকে প্রভাবিত করেছে। এর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে গান গাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার। এ রোগের কারণে দিন দিন দেহের গুরুতর পেশিগুলো শক্ত হতে থাকে।
সেলিন ডিওনের নিজের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি ‘আই অ্যাম: সেলিন ডিওন’-এ তার রোগের সঙ্গে লড়াইয়ের দিকটি বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আগামী ২৫ জুন এটি প্রচারিত হবে। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ করা হবে এটি।
মন্তব্য করুন