মার্কিন সুপার মডেল জিজি হাদিদের লাগেজে পাওয়া গেল গাঁজা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। সম্প্রতি কেইম্যানের রবার্টস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘটেছে এমন ঘটনা।
ছুটি কাটাতে বন্ধুকে নিয়ে ব্যক্তিগত উড়োজাহাজে চেপে কেইম্যান দ্বীপে গিয়েছেন মডেল হাদিদ। ১০ জুলাই সেখানকার বিমানবন্দরে নামলে কাস্টমস বিভাগের কর্মীরা তার লাগেজে তল্লাশি চালায়। তখন গাঁজা পাওয়ায় মডেল ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়। খবর ওয়াশিংটন পোস্টের।
জানা গেছে, জিজি হাদিদের লাগেজে সামান্য গাঁজা মিলেছে। গ্রেপ্তারের দুদিন পর কেইম্যান আদালতে দোষ স্বীকার করেছেন উভয়ে। পরে এক হাজার ডলার জরিমানা করা হয়েছে তাদের। সেদিনই দুজনকে মুক্তি দেওয়া হয়েছে।
জিজি হাদিদের প্রতিনিধি রন্ডে কোলাটা দাবি করেছেন, অবৈধভাবে নয় বরং চিকিৎসার জন্য মেডিকেল লাইসেন্স দেখিয়ে বৈধভাবে গাঁজা সংগ্রহ করেছেন জিজি হাদিদ। তিনি আরও জানান, ২০১৭ সাল থেকেই চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার করছেন জিজি।
আইনি ঝামেলা চুকিয়ে ছুটির আমেজে দিন কাটাচ্ছেন মডেল হাদিদ। মডেল হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও বেশকিছু চলচ্চিত্র ও ভিডিওচিত্রেও দেখা গেছে তাকে।
মন্তব্য করুন