১১ মার্চ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝপথে অস্কারের মঞ্চে জনকে ডেকে আনলেন উপস্থাপক জিমি কিমেল। সবাইকে চমকে দিয়ে তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। পড়নে শুধু এক টুকরো কাগজ। খবর : এন্টারটেইনমেন্ট
সেরা কস্টিউম ডিজাইন উপস্থাপনের জন্য অস্কারের মঞ্চে ডাকা হয় জন সিনাকে। সেখানেই তিনি এই কাণ্ড ঘটনার। এবারের অস্কারের আপাতত এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর অস্কারের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল চড়-কাণ্ড। আর এবার তা দাঁড়াল গিয়ে নগ্নতায়। যার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্টিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সাল এসে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা।
এবারের আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতা ও সেরা সিনেমাটোগ্রাফির মতো প্রধান এই পুরস্কারগুলোর পাশাপাশি সর্বোচ্চ ৭টি বিভাগে অস্কার ঘরে তুলেছে ২০২৩ সালের ‘ওপেনহাইমার’।
মন্তব্য করুন