দীর্ঘদিন ধরে সংগীত জগত থেকে আড়ালে রয়েছেন ‘টাইটানিক’ এর গায়িকা সেলিন ডিওন। অসুস্থতার কারণে গান থেকে দূরে এই বিশ্বনন্দিত গায়িকা। বিরল স্নায়ুরোগে ভুগছেন তিনি। এই রোগটির নাম ‘স্টিফ পারসন সিনড্রোম’। এর কারণে গানের জগতে ফেরাটা প্রায় অনিশ্চিত হয়ে পরেছে।
তবে গানের জগতে না ফিরতে পারলেও তার ভক্তদের কাছে ফিরে আসছেন সেলিন ডিওন। তার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি নির্মিত হতে যাচ্ছে। যেখানে উঠে আসবে তার এই বিরল রোগও। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই গায়িকা।
সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ডিওনের গত এক বছরেরও বেশি সময়ের অজানা মুহূর্ত এবং তার ব্যাধি সম্পর্কিত তথ্য এই ডকুমেন্টারিতে উঠে আসবে বলে জানা গেছে। ‘আই অ্যাম: সেলিন ডিওন’ শিরোনামে নির্মিত হতে যাওয়া এই ডকুমেন্টারিটি। এটি পরিচালনা করবেন অস্কার-মনোনীত পরিচালক আইরিন টেলর এবং এটি প্রাইম ভিডিওতে প্রকাশ হবে।
২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফরম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা।
‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যানসারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন ডিওন।
তার এক বছর পর ডিওন আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি আবার গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন এ গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরও গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার। এবার বিরল ব্যাধিতে পড়লেন গায়িকা। ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে ফিরে আসার।
মন্তব্য করুন