মুক্তি পেয়েছে টিমোথি চালামেটের চলচ্চিত্র ‘ওয়ানকা।’ প্রথম দিনই ভালো আয় করেছে সিনেমাটি। ১৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্বোধনের দিনে ১৪.৪ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি।
পল কিং পরিচালিত সিনেমা ওয়ানকা বক্স অফিসে ভালো আয়ের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসাও কুড়াচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।
এক সপ্তাহের মধ্যে বক্স অফিসে প্রায় ৩৫ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে ওয়ানকা। সেটি পূরণ হতে চলেছে বলেই ধারণা করছেন সিনেবোদ্ধারা। টিমোথি চালামেটের অভিনীত সিনেমাগুলোর মধ্যে উদ্বোধনী দিনে আয়ের দিক থেকে দ্বিতীয় শীর্ষ-আয়কারী সিনেমা হয়ে উঠেছে ওয়ানকা।
১৯৬৪ সালে প্রকাশিত রোলাড ডাহালের লেখা হোমনিমাস উপন্যাস থেকে নেওয়া হয়েছে ওয়ানকা’র গল্প। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হয়েছে।
ওয়ার্নার ব্রোস প্রযোজিত ওয়ানকাতে দেখানো হয়েছে, কীভাবে উইলি ওয়ানকা রোল্ড ডাহলের ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট’ ফ্যাক্টরি থেকে একজন সুপরিচিত ব্যক্তি হয়ে উঠেছিলেন। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান, স্যালি হকিন্স এবং রোয়ান অ্যাটকিনসন। এটি নির্মাণে খরচ হয়েছে ১২৫ মিলিয়ন ডলার।
মন্তব্য করুন