ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপনের স্ক্রিনশট পোস্ট করে সবাইকে সতর্ক করে দিয়েছেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস। বিজ্ঞাপনে একজন টম হ্যাঙ্কসকে দেখা গেলেও তাতে কাজ করেননি অভিনেতা টম। তাহল টম হ্যাঙ্কসের মতো দেখতে তিনি কে? সেটি মূলত তার নকল। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে টম হ্যাঙ্কসের প্রতিরূপ। ওই নকল ছবি দিয়েই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এমনকি সেই কাজে অভিনেতার অনুমতিও নেওয়া হয়নি। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন টম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অভিনেতা টম ব্যক্তিগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিরোধী। তিনিই এবার পড়লেন প্রযুক্তির বিড়ম্বনায়। কিছুদিন আগে এক অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবের বিষয়ে বক্তব্য দিয়েছেন। বলেছেন, ‘এখন কেউ চাইলে এআই বা ডিপ ফেক টেকনোলজি দিয়ে যেকোনো অভিনেতার যেকোনো বয়সের ছবি তৈরি করতে পারে’।
তিনি আরও বলেন, ‘এমনকি আমি মারা গেলেও কাজ বন্ধ হবে না। কারণ এর পরেও আমাকে নিয়ে একের পর এক অনুষ্ঠান, সিনেমা চালিয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।’
নিজের চেহারা ও কণ্ঠস্বরের কপিরাইট করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন টম। তিনি বলেন, ‘আইনগতভাবে আমার চেহারা ও কণ্ঠ সংরক্ষণের বিষয়ে আলাপ চলছে। শুধু আমার নয়, সমস্ত শিল্পী যাতে এ সুবিধার আওতায় আসতে পারেন, সেটা নিয়ে হলিউডের সব গিল্ড, এজেন্সি ও লিগ্যাল ফার্মসের সঙ্গে আলোচনা চলছে।’
মন্তব্য করুন