মুক্তির পরই সিনেমা হলে সাড়া ফেলে দেয় ‘ওপেনহাইমার’। রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র দর্শক ও সমালোচক সব মহলেই প্রশংসিত হয়েছে। ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটির আয় বিশ্বব্যাপী বর্তমানে ৯০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। খবর ভ্যারাইটির।
সিনেমাটি চলতি সপ্তাহে পুরো বিশ্বে ১২.৮ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যার মধ্যে ২.১ মিলিয়ন দেশীয় বক্স অফিসে এবং আন্তর্জাতিক বাজার থেকে ১০.৭ মিলিয়ন।
বক্স অফিস সূত্র জানায়, মুক্তির ৯ সপ্তাহ পর ওপেনহাইমারের মোট আয় হয়েছে ৯১২ মিলিয়ন। শুধু উত্তর আমেরিকার বক্স অফিসে আয় করেছে ৩১৮ মিলিয়ন। আন্তর্জাতিক বাজার থেকে আয় ৫৯৪ মিলিয়ন।
বিশ্লেষক পল ডারগারবেডিয়ান বলেছেন, ‘ওপেনহেইমারের জন্য থিয়েটারে মাত্র ৯ সপ্তাহের মধ্যে ৯০০ মিলিয়ন অতিক্রম করা একটি অসাধারণ অর্জন।’
চলতি বছরে ‘বার্বি’ এবং ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’-এর পর ‘ওপেনহেইমার’ প্রত্যাশা ছাপিয়ে আয় করেছে। ভালো আয়ের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের মন জয় করেছে।
মন্তব্য করুন